- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারিয়া এবং পিং এর মতো শহরে বসবসারত দরিদ্র মানুষেরা হুমকির সম্মুখীন। ভিডিওটিতে জানুন কীভাবে দরিদ্র মানুষেরা জলবায়ু এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা তৈরি করে।
- কীভাবে শহরে বসবাসরত দরিদ্র মানুষরা জলবায়ু এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা তৈরি করে? এই সংকট মোকাবেলায় একটি সমন্বিত কার্যক্রমের গুরুত্ব এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার সক্ষমতা বাড়াতে কী কী উপাদান প্রয়োজন তা বুঝতে ভিডিওটি দেখুন।
- শহরে বসবাসরত দরিদ্র মানুষের জলবায়ু মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর ছয়টি নীতিমালা এবং এর আনুসঙ্গিক তিনটি উপাদান কী কী? শহরের দরিদ্র মানুষেরা কীভাবে মানিয়ে নেয়ার সক্ষমতা জোরদার করতে পারে তা জানতে ভিডিওটি দেখুন।
ই অ্যানিমেটেড ভিডিওটি এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের শহুরে দরিদ্র মানুষের জন্য জলবায়ু এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা তৈরির গুরুত্ব তুলে ধরে।
শহুরে দরিদ্ররা তুলনামূলকভাবে জলবায়ু ঝুঁকির দ্বারা বেশী হুমকির সম্মুখীন, যা তাদের জীবন, জীবিকা এবং স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে। জলবায়ু ও দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির জন্য ছয়টি নীতিমালাসহ (সামাজিক সুরক্ষা, জনস্বাস্থ্য, জীবিকা, আবাসন, কমিউনিটি অবকাঠামো এবং নগর পরিকল্পনা) বিভিন্ন স্তরে (গৃহস্থালি, কমিউনিটি এবং শহর ) সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দক্ষ, জবাবদিহিমূলক এবং দায়িত্বশীল সুশাসন ব্যবস্থা এই তিনটি সক্রিয় কারণ পদক্ষেপ পরিচালনার জন্য প্রয়োজন।সেইসাথে সক্ষমতার সাথে জলবায়ু সঙ্কট ও দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত পরিসংখ্যান এবং তথ্য ও সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ প্রয়োজন।
Transcript
নিয়মিত বন্যা, ও লবণাক্ত পানি বৃদ্ধির ফলে মরিয়ম ও তার ভাই সুজনের জীবন বিপর্যস্ত হয়েছে
ফলে তারা গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হয়
পরিবারকে আরো ভালোভাবে চালানোর জন্য অর্থ উপার্জনের সুযোগ খোঁজাই তাদের মূল উদ্দেশ্য
শহরে এসে মরিয়ম এবং সুজন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নতুন ধরনের কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়
নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে যেয়ে সুজন ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তাপদাহের শিকার হয়
অন্যদিকে মরিয়ম কাঁচা বাজারে ফল বিক্রি করতে যেয়ে দেখল, অনিয়মিত অতিবৃষ্টির ফলে বাজার পানিতে ডুবে যাচ্ছে
টাকা বাঁচাতে গিয়ে পিং ও মরিয়ম এমন স্থানে থাকতে শুরু করলো যেখানে স্বাস্থ্য এবং মৌলিক নাগরিক সেবা পাওয়া যায় না
প্রচন্ড গরম, ঝড়, এবং বন্যার ঝুঁকি থাকলেও তাদের ঘরে নিরাপদ পানি এবং বিদ্যুৎ নেই বললেই চলে
মরিয়ম এবং সুজন এর মত শহরের দরিদ্ররা জলবায়ু পরিবর্তনের প্রভাবে এর মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে
জলবায়ু পরিবর্তনের ফলে এইসব চরম দুর্যোগ আরো ঘন ঘন এবং বেশি মাত্রায় তৈরি হবে
ফলে শহরের গরিব মানুষের দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া কঠিন হবে
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নগরায়ন বৃদ্ধির ফলে
মরিয়ম ও সুজন এর মত শহরের বস্তিতে বসবাসকারী কমপক্ষে ৫৯৬ মিলিয়ন মানুষ জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা করছে
জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় শহরের গরিবদের সক্ষমতা তৈরি করার জন্য সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে
সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল শহরের গরিবদের কাছে আরো দক্ষতার সাথে পৌঁছাতে হবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে
টেকসই জীবিকা, আয়ের নিশ্চয়তা, সঞ্চয় গড়ে তোলা, এবং কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে ঝুঁকি নিরসনে বিনিয়োগ প্রয়োজন
শহরের গরীবদের জন্য সাশ্রয়ী মূল্যে এবং নিরাপদ স্থানে, দুর্যোগ প্রতিরোধী বাসস্থান তৈরি করতে সহযোগিতা দরকার
জনগনের সাথে আলোচনা করে ও তাদের পরার্মশ নিয়ে দুর্যোগ প্রতিরোধী কমিউনিটি অবকাঠামো তৈরী করা
প্রয়োজন যা কিনা পরিবর্তনশীল বৃষ্টিপাত ও ক্রম বর্ধমান-তাপমাত্রা সহনশীল হবে
যতটা সম্ভব পরিবেশবান্ধব সবুজ উন্নয়ন নিশ্চিত করতে হবে
অতিরিক্ত গরমে কাজ করা কর্মীদেরকে তাপদাহ থেকে বাঁচাতে স্বাস্থ্য সেবা চালু করতে হবে
সর্বোপরি, ক্রমপরিবর্তনশীল দুর্যোগের গতি-প্রকৃতিকে গুরুত্ব দিয়ে নগর পরিকল্পনার কাজটি এমন ভাবে করতে হবে যেন দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ কমে এবং জলবায়ু পরিবর্তন
এবং দুর্যোগজনিত কারনে ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি হ্রাস পায়।
দরিদ্র নগরবাসীর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার সক্ষমতা বাড়ানোর জন্য সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য, জীবিকা, বাসস্থান, নগর পরিকল্পনা
ও কমিউনিটি অবকাঠামো উন্নয়নের জন্য সমন্বিত পদক্ষেপ নেয়া দরকার
এই সমন্বিত পদক্ষেপ পরিচালনার জন্য প্রয়োজন- দক্ষ, জবাবদিহিমূলক এবং দায়িত্বশীল সুশাসন ব্যবস্থা,
পর্যাপ্ত পরিসংখ্যান এবং তথ্য,
এবং সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ।
মরিয়ম এবং সুজন- এর মত দরিদ্র নগরবাসীর জলবায়ু পরিবর্তনজনিত দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে আমাদের কাজ করতে হবে
এজন্য প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু পরিবর্তনরোধী নগর পরিকল্পনা
এ বিষয়ে আপনি কি করতে পারেন বলে ভাবছেন?